প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১:০২ এএম | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে ফুলবাড়ী ২৯ বিজিবি বিরামপুর উপজেলার শিবপুর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করে বিজিবি।
২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান জানান, শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে— এমন সংবাদ পেয়ে সেখানে অচিন্তপুর বিওপির হাবিলদার মো. আলতানুর রহমানের নেতৃতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়।