সু চির বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সু চিকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
মিয়ানমারে গত ফেব্রুয়ারি থেকে গৃহবন্দী আছেন সু চি। দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় তার নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয় এবং নেতাদের আটক করা হয়।
এবার তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে সু চিকে কবে কারাগারে রাখা হবে তা স্পষ্ট নয়।
এদিন সাবেক রাষ্ট্রপতি এবং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের মিত্র উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।