প্রকাশ: রোববার, ৫ ডিসেম্বর, ২০২১, ১১:০৮ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশানের সিডনী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তাদের পোশাক কেনার টাকা ও টিফিনের টাকা বাঁচিয়ে এবং অভিভাবকের কাছ থেকে সহযোগিতা নিয়ে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
গুলশান-বনানী এলাকার কাউন্সিলর অফিসের সামনে শুক্রবার (৩ ডিসেম্বর) গরীব ও অসহায়দের মাঝে স্কুল ছাত্র-ছাত্রীদের উপার্জিত অর্থ ও অন্যান্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
ব্যতিক্রমী এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা, ভাইস-প্রিন্সিপাল আফরোজা খান, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ আরও অনেকেই।
গরীব ও অসহায়দের সহায়তা প্রসঙ্গে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র যায়েদ রেজা বলেন, আমরা অসহায়দের মানবিক সাহায্য দিচ্ছি এটা ভাবতেই আনন্দ লাগছে। আগামীতেও আমরা আমাদের এই কল্যাণমূলক তৎপরতা অব্যাহত রাখার চেষ্টা করবো।