প্রকাশ: রোববার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৪১ পিএম | অনলাইন সংস্করণ
ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হলেন ড. মইনুল খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই পরিচালক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় রাজস্ব খাতে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ড. মইনুল খানের সাহসী ভূমিকার প্রশংসা করেন ড. কাজী এরতেজা হাসান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দেশের অর্থনীতির নানা বিষয়ে আলোচনা করেন দুইজন।
উল্লেখ্য, বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতি সন্তান ড. মইনুল খান এর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছিলেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের সময় কর ফাঁকি দিয়ে আনা গাড়ি ধরাসহ শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে নানা অভিযানের কারণে বেশ সুনাম অর্জন করেছিলেন ড. মইনুল খান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে ৪৫ মন অবৈধ সোনা আটক, চট্টগ্রাম বন্দরে পাঁচ হাজার কোটি টাকার কোকেন আটক, স্থল বন্দরগুলোতে অন্যান্য অবৈধ পণ্য আটক হয় তার সময়েই।
ড. মইনুল খান সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন পত্রিকায় উপ-সম্পাদকীয় কলাম, উপন্যাস ও টেলিভিশন নাটকও লিখেছেন। তার লেখা ভ্যাট ও কর ফাঁকি বিষয়ক বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা অর্জন করেছে।