বঙ্গবন্ধু সারাজীবন গঠনমূলক রাজনীতি করেছেন: ড. কলিমউল্লাহ
প্রকাশ: রোববার, ৫ ডিসেম্বর, ২০২১, ৮:১৫ পিএম | অনলাইন সংস্করণ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ রবিবার (০৫ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১২৮তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন আমেনা হীরা এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড.তানভীর ফিত্তীণ আবীর।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু সারাজীবন গঠনমূলক রাজনীতি করেছেন।
প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস উত্তোলন ও সংরক্ষণে বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত যুগান্তকারী কতিপয় পদক্ষেপ তুলে ধরেন।
আমেনা হীরা বলেন, জানিপপ’র সান্ধ্যকালীন বঙ্গবন্ধু পাঠচক্র নতুন প্রজন্মকে রাজনীতি ও দেশপ্রেমবোধে উদ্দীপ্ত করছে।
গবেষক সালেক খান বলেন,ঘাতকদের হাতে নিহত না হলে সারা বিশ্বের শান্তিকামী মানুষের নেতা হতে পারতেন বঙ্গবন্ধু।
দিপু সিদ্দিকী বলেন, বাঙালির মুক্তি মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
সভায় বক্তব্য উপস্থাপন করেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান,রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী, পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম,চাঁদপুর থেকে ছাত্রলীগের সাবেক নেতা প্রকৌশলী জুয়েল মিয়াজী এবং মতলব থানা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।