শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গৌরবদীপ্ত বিজয়ের মাস আমাদের উদ্বেলিত করে: সৈয়দ আহমেদ সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ এএম | অনলাইন সংস্করণ

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মাস ডিসেম্বর। এই মাসটি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মানুষের ভাগ্যে জোটেনি যা বাংলাদেশের মানুষের ভাগ্যে জুটেছে। ‘বিজয়’; এই তিন অক্ষরের মধ্যে সব রাষ্ট্র, জাতি, ব্যক্তি বলেন, যে অফুরন্ত শক্তি এবং এই শক্তি যে কতটা শক্তিশালী হতে পারে, এই শক্তি একটি জাতি রাষ্ট্রের জন্য কত বড় ভূমিকা রাখতে পারে সেটি কিন্তু আমরা বাংলাদেশের ৫০ বছরের মাথায় এসে দেখছি।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৪২তম পর্বে শুক্রবার (৩ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

সৈয়দ আহমেদ সেলিম বলেন, আমাদের মহান স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদ ও ইজ্জত হারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। ২৬ মার্চ আমরা নিতান্ত অপ্রস্তুত ভাবেই নিরস্ত্র অবস্থায় সেই হানাদার বাহিনীর সৈন্যদের দ্বারা শুধু আক্রান্ত হইনি, সেদিন যারা ঢাকায় বা অন্য শহরে ছিল সেদিন তারা দেখেছে অগ্নি সংযোগ, গণহত্যার এক ভয়ংকর পরিস্থিতি। সেই সংগ্রামের অর্থাৎ সেই ৯ মাস আমরা যে চেতনায় উদ্বুদ্ধ ছিলাম সেই চেতনায় আমরা বছরের পর, দিনের পর দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে প্রথিত করে গিয়েছে এবং বিশেষ করে সেই ৭ মার্চের ভাষণের পর আমাদের হৃদয়ে অগ্নিস্ফুলন ঘটিয়ে দিয়ে গিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠতম অর্জন। এর পেছনে রয়েছে লাখ লাখ মানুষের রক্ত ও মহান আত্মত্যাগ। মুক্তিপাগল বাঙালি জাতি এক সাগর রক্তের বিনিময়ে এই ডিসেম্বরেই ছিনিয়ে আনে হাজার বছরের লালিত স্বপ্ন প্রিয় স্বাধীনতা যুদ্ধের মহান বিজয়। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি মানচিত্র, একটি পতাকার হাত ধরে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ নামক স্বাধীন দেশটি বিনির্মাণে লাখো শহীদকে জীবন দিতে হয়েছে। মুক্তিযুদ্ধে এমন কোন গ্রাম ছিল না, এমন কোন শহর ছিল না যেখানে একজনও শহীদ হননি। গ্রামের পর গ্রাম পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের তাণ্ডবলীলা চলেছে সর্বত্র। সেদিনের সেই ধ্বংসলীলা পঞ্চাশ বছর পরে আজ উপলব্ধি করা সত্যিই কষ্টের। একাত্তরে ডিসেম্বর মাসের সূচনা হয় মুক্তির বার্তা নিয়ে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় এলেও এর অনেক আগে থেকেই দেশের বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে শুরু করে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুক্তাঞ্চলের প্রসারতা। বাংলাদেশের জন্ম থেকেই শুরু হয় নানা ষড়যন্ত্র। যারা এদেশের জন্ম হোক এটা চায়নি তারা নানাভাবে তাদের হীন কর্মকাণ্ড অব্যাহত রাখে, যা শুরু হয়েছিল চূড়ান্ত বিজয় লাভের মাত্র দুদিন আগে লেখক, সাহিত্যিক, সাংবাদিক-বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে। বাংলাদেশ স্বাধীন হলেও যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য জাতিকে মেধাশূন্য করার এ নীলনকশা বাস্তবায়ন করে এদেশের পাকহানাদার বাহিনীর দোসর আলবদর, আলশামস বাহিনী। বস্তুত পক্ষে এ ষড়যন্ত্র স্বাধীনতা লাভের পরও থেমে থাকেনি। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]