বিশ্বে বাংলাদেশের বিজয় গাঁথা এক ও অনন্য: মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ এএম | অনলাইন সংস্করণ
বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মাস ডিসেম্বর। এই মাসটি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মানুষের ভাগ্যে জোটেনি যা বাংলাদেশের মানুষের ভাগ্যে জুটেছে। ‘বিজয়’; এই তিন অক্ষরের মধ্যে সব রাষ্ট্র, জাতি, ব্যক্তি বলেন, যে অফুরন্ত শক্তি এবং এই শক্তি যে কতটা শক্তিশালী হতে পারে, এই শক্তি একটি জাতি রাষ্ট্রের জন্য কত বড় ভূমিকা রাখতে পারে সেটি কিন্তু আমরা বাংলাদেশের ৫০ বছরের মাথায় এসে দেখছি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৪২তম পর্বে শুক্রবার (৩ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, শুক্রবার বিজয়ের মাসের তিন তারিখ। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মাস ডিসেম্বর। এই মাসটি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মানুষের জোটেনি যা বাংলাদেশের মানুষের ভাগ্যে জুটেছে। ‘বিজয়’; এই তিনটি অক্ষরের মধ্যে সব রাষ্ট্র, জাতি, ব্যক্তি বলেন, যে অফুরন্ত শক্তি এবং এই শক্তি যে যে কতটা শক্তিশালী হতে পারে, এই শক্তি একটি জাতি রাষ্ট্রের জন্য কত বড় ভূমিকা রাখতে পারে সেটি কিন্তু আমরা বাংলাদেশের ৫০ বছরের মাথায় এসে দেখছি। আমরা দেখেছি এই যে বিজয়ের যে চেতনা আছে সেটা বাঙালি জাতির ভেতরে প্রথিত রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আমরা ২৩ বছর সংগ্রাম করেছি, সেই সংগ্রামের বাকে বাকে গৌরবোজ্জ্বল যে মাইলফলক স্থাপন করেছি সেখান থেকে এই চেতনার উৎপত্তি হয়ে আমাদের বাঙালি জাতির মনে মধ্যে ঢুকেছে এবং তার সাথে অবশ্যই একাত্তরের সেই মার্চ মাসে অসহযোগ আন্দোলন, ৯ মাসের যুদ্ধ এবং ডিসেম্বরের যে নজীরবিহীন বিজয়। আমি নজীরবিহীন এই কারণেই বলছি এই জন্য যে, পৃথিবীতে স্বাধীনতা যুদ্ধ করে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে যে বিজয়টা অর্জন করেছি সেখানে এই দ্বিতীয় উদাহরণ পৃথিবীর আর কোথাও নেই। যারা ইতিহাসের ছাত্র, যারা ইতিহাস পড়েন তারা সবাই এই কথা জানেন। আমেরিকা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এই আমেরিকা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করে তারা স্বাধীন হয়েছিল। সেটা অনেক আগের কথা হলেও এটার উদাহরণ হিসেবে আজকে অনেক জায়গায় এই যুদ্ধের কথা বলা হয়। কিন্তু তাদের স্বাধীনতার যুদ্ধের সাথে আমাদের স্বাধীনতার যুদ্ধের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। তাদের স্বাধীনতা যুদ্ধ ১৭৭৫ সালে শুরু হয় এবং ১৭৭৬ সালের জুলাই মাসের ৪ তারিখে প্রায় এক বছর পরে তারা স্বাধীনতার ঘোষণা দিতে পারে। তারপর ১৭৭৬ থেকে ১৭৮৩, এই পাঁচ বছর আবার যুদ্ধ চলে। কিন্তু যুদ্ধে তাদের ইংল্যান্ডকে চূড়ান্ত পরাজয় করতে পারেনি বা তাদেরকে আত্মসমর্পণ করাতে পারেননি।