রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বৈদেশিক ঋণের ২৪ শতাংশ বেসরকারি খাতে
রমজান আলী
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ২:০৪ এএম আপডেট: ০২.১২.২০২১ ২:০৬ এএম | অনলাইন সংস্করণ

দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বেসরকারি খাত। এর ফলে এ খাতে ঋণের প্রবণতাও বাড়াছে। সম্প্রতি দেশের বেসরকারি খাতে বৈদেশিক ঋণ গ্রহণের তথ্যে দেখা গেছে ২০২০-২১ অর্থবছর শেষে বা গত জুন শেষে দেশের বেসরকারি খাতে বৈদেশিক ঋণের পুঞ্জিভূত স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ডলার। এটি বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের ২৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছর শেষে দেশে মোট (সরকারি ও বেসরকারি খাতে) বৈদেশিক ঋণের পুঞ্জিভূত স্থিতি দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৪ কোটি ডলার। এর মধ্যে সরকারি খাতে ঋণের পরিমাণ হচ্ছে ৫ হাজার ৯৩৫ কোটি ডলার (মোট ঋণের ৭৬.১%) এবং বেসরকারি খাতে প্রায় ১ হাজার ৮৬৯ কোটি ডলার (মোট ঋণের ২৩.৯%)। বেসরকারি খাতে বৈদেশিক ঋণের মধ্যে স্বল্প মেয়াদী ঋণের পরিমাণ-ই অধিক। স্বল্প মেয়াদী ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ১ হাজার ১৮০ কোটি ডলার এবং দীর্ঘ মেয়াদী ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ৬৮৯ কোটি ডলার।

জানা যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ইউনিট (ওবিইউ) বেসরকারি খাতে বৈদেশিক ঋণপ্রবাহের প্রধান মাধ্যম। দেশে ৩৬টি ব্যাংক অফশোর ব্যাংকিং কার্যক্রম রয়েছে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমেও বেসরকারি খাতে বৈদেশিক ঋণ বিতরণ হয়ে থাকে।

ব্যাংক খাত সংশ্লিষ্ট সূত্র মতে, বাণিজ্যিক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে (ওবিইউ) ২০১২ সালে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ আনার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ওই বছর বেসরকারি খাতে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মাত্র ২৩ কোটি ডলার। কিন্তু এরপর থেকেই ঋণ গ্রহণের পরিমাণ বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। কয়েক বছর আগে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট’ (বিআইবিএম) আয়োজিত এক কর্মশালায় বলা হয়, পাঁচ বছরে (২০১২-১০১৬) বেসরকারি খাতে বৈদেশিক ঋণ ২৬গুণ বেড়েছে। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে এ ধরনের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৬ কোটি মার্কিন ডলার।

বিআইবিএম’র ওই কর্মশালায় বলা হয়, এ ধরনের ঋণে প্রতিকূল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। বৈদেশিক মুদ্রায় আনা এ ধরনের ঋণ ভবিষ্যতে বাংলাদেশের ব্যাংকিং খাতের বৈদেশিক লেনদেনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। যেহেতু ডলারের বাজার স্থিতিশীল নয়, সেহেতু ঋণ পরিশোধকালে এর বিনিময় হার বৃদ্ধি পেলে ঋণগ্রহীতারা লোকসানে সম্মুখীন হবেন। অপরদিকে সরকারেরও বড় বড় প্রকল্পে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে এ ধরনের স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার প্রবণতা যাতে না বাড়ে, সে জন্য স্থানীয় ব্যাংকগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া দেশের শিল্পোদ্যোক্তারা বৈদেশিক ঋণের হেজিং সুবিধা পান না। হেজিং মূলত ডলার মূল্যবৃদ্ধির সংকট ঝুঁকির ক্ষেত্রে রক্ষা করে। তবে কারো কারো মতে, বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রয়োজনেই এ ধরনের ঋণ আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিদেশের যেসব উৎস থেকে এ ধরনের ঋণ আনা হচ্ছে, সেগুলো যথেষ্ট নির্ভরযোগ্য কি না Ñসে বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এ প্রসঙ্গে কর্মশালায় বলা হয়, দেশে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ক্ষেত্রে এ ধরনের ঋণের একটা ভূমিকা ছিল। তবে এ ধরনের ঋণ নিয়ে অনেক দেশ বিপদে পড়েছে, সেটিও মাথায় রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রমতে, দেশে যখন উচ্চ সুদহার ছিল তখন বেসরকারি খাতে বিদেশি ঋণ নেওয়ার অনুমোদন দেয়া হয়। ওই সময়ে স্থানীয় ব্যাংকগুলোর সুদের হার ছিল ১৭ থেকে ১৮ শতাংশ। এখন তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমানে বিদেশি ঋণের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর ঋণের সুদহারের তেমন কোনো পার্থক্য নেই। দেশের তুলনায় বিদেশি ঋণের সুদহার তুলনামূলক কম হলেও সীমাহীন ঋণের অনুমোদন দেওয়া হবে না। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]