বঙ্গবন্ধু বিজয়ের দিশারী: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ সোমবার (০১ ডিসেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১২৫তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী ইমাম,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু বিজয়ের দিশারী। প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সাত্তার দুলাল বলেন,বঙ্গবন্ধু অকুতোভয় সংগ্রামী নেতা ছিলেন। কোন দিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।
আর্জিনা খানম বলেন, তৃনমূল পর্যায়ে নতুন প্রজন্মের উপর বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ছে। এটা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
গবেষক সালেক খান বলেন, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক চেতনা এমনই স্পষ্ট ছিল যে,তিনি যেকোনো কর্মসূচি গ্রহণ করার পূর্বে জনগণের মতামত ও সমর্থন নিতেন এবং তারপর তা বাস্তবায়ন করতে মনোনিবেশ করতেন।
দিপু সিদ্দিকী বলেন,মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দর্শন ছিল, সেই দর্শনেরই বিজয় হয়েছিল ’৭১-এর ১৬ ডিসেম্বর। আমদেরকে সেই দর্শনমুখি হতে হবে।
আলোচনা সভায় সূচনা বক্তব্য প্রদান করেন রংপুর থেকে জয় পাল ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী,কুমিল্লার লাকসাম থেকে কলেজ শিক্ষক কামাল উদ্দিন, পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব এবং নিলফামারী-জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা-তুজ-জোহরা লিমা।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।