প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৫:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদে’সহ বিভিন্ন দেশ। এমন অবস্থায় আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথা সময়ে নেওয়া হবে।
সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললেই এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে। শুধু শিক্ষার্থী নয়, সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে।
তিনি আরও বলেন, ওমিক্রন নামে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তা অনেক ভয়ঙ্কর ও বিধ্বংশী।
উল্লেখ্য, এবারের পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
ভোরের পাতা/কে