প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
তৃতীয় ধাপের নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভাসহ নাগরপুর, মধুপুর,কালিহাতী উপজেলার মোট ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যে ঘাটাইল পৌরসভাসহ ১৬টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আর ৮টি ইউপিতে স্বতন্ত্র প্রাার্থী চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এতথ্য জানাগেছে।
ঘাটাইল: ঘাটাইল পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মেয়র নির্বাচিত হয়েছেন।
নাগরপুর: নাগরপুর উপজেলায় ১১ টি ইউপিতে ৬ টি নৌকা প্রতীক ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, নাগরপুর সদর ইউনিয়নে মো.কুদরত আলী (নৌকা),সলিমাবাদ ইউনিয়নে মোঃ শাহীদুল ইসলাম অপু (নৌকা),গয়হাটা ইউনিয়নে মোঃ শামসুল হক (নৌকা),মোকনা ইউনিয়নে মো. শরিফুল ইসলাম (নৌকা), মামুদনগর ইউনিয়নে শেখ মো. জজ কামাল (নৌকা), বেকড়া ইউনিয়নে মোঃ শওকত হোসেন (নৌকা),দপ্তিয়র ইউনিয়নে এম ফিরোজ সিদ্দিকী (স্বতন্ত্র),পাকুটিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), ধুবড়িয়া ইউনিয়নে মো শফিকুল ইসলাম শাকিল (স্বতন্ত্র),ভাদ্রা ইউনিয়নে শওকত আলী(স্বতন্ত্র),ও সহবতপুর ইউনিয়নে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র)।
কালিহাতী: কালিহাতী উপজেলায় ১০ টি ইউপিতে ৯ টি নৌকা প্রতীক ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার (নৌকা), কোকডহরা ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা), দশকিয়া ইউনিয়নে এম এ মালেক ভুইয়া (নৌকা), সল্লা ইউনিয়নে মোঃ আব্দুল আলিম ( নৌকা), গোয়ালিয়াবাড়ি ইউনিয়নে আব্দুল হাই আকন্দ (নৌকা),পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন (নৌকা বিনা প্রতিদ্বন্দ্বিতা), সহদেবপুর ইউনিয়নে মোখলেসুর রহমান খান ফরিদ ( নৌকা), বল্লা ইউনিয়নে মোঃ ফরিদ আহমেদ (নৌকা), নাগবাড়ি ইউনিয়নে আ. কাইয়ুম বিপ্লব (নৌকা) ও দুর্গাপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম (স্বতন্ত্র)।
মধুপুর: মধুপুর উপজেলায় ৩ টি ইউপিতে ২ টি নৌকা প্রতীক ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আলোকদিয়া ইউনিয়নে আবু সাঈদ খান সিদ্দিক ( স্বতন্ত্র), মির্জাবাড়ি ইউনিয়নে সাদেকুর রহমান (নৌকা) ও গোলাবাড়ি ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু ( নৌকা)।