প্রকাশ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৭:০০ পিএম | অনলাইন সংস্করণ
কুরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সরকার পাশ করেনি, করবে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘আল্লাহ, রাসুল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবি’তে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরআন সুন্নাহর বাহিরে কেউ যদি প্রোপাগান্ডা ছড়ায়, তবে তাৎক্ষণিকভাবে সরকার ব্যবস্থা নিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কারও বিশ্বাসের প্রতি কারও আঘাত করা উচিত না। মহানবীও বলেছেন, ‘অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোও না।’
তিনি বলেন, যে যার ধর্ম পালন করবে। আমার ধর্মে কেউ আঘাত করলে আমারও খারাপ লাগবে। তাই অন্যের ধর্মে আঘাত করলে তাদেরও সেরকম খারাপ লাগার কথা। এ জন্য আমাদের সংবিধানেও এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে।
আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ন্যায্য কথা, কোরআন-হাদিসের কথা সব সময় স্মরণ রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এসব বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করেন। আমি মনে করি, আপনাদের মধ্যে থাকা ভুল ধারণাগুলো আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন। আপনারা বলার আগেই বঙ্গবন্ধুকন্যা মনে রাখেন, কী করা উচিত আর কী করা উচিত না।
ভোরের পাতা/কে