আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ক্রিকেটে আট দলের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াই।
আফ্রিকার কিছু দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় আইসিসি। জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচে এখন বাংলাদেশ।
বাছাইপর্বে দারুণ করছিল নিগার সুলতানার জ্যোতির দল। বাছাইপর্ব সম্পন্ন হলেও বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে সুপার সিক্সের পথে ছিল সালমা-রুমানারা।
বিশ্বকাপে আগেই সরাসরি অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি তিন দলও নিশ্চিত হলো র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
জিম্বাবুয়ে যাওয়ার আগে বাংলাদেশ ছিল আট নম্বরে। তিন ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে এসেছে পাঁচ নম্বরে।
ভোরের পাতা/কে