প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৩:৪২ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। এ নিয়ে আজ দিনভর আন্দোলন চলে রাজধানীতে। এর মাঝে এবার রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের এর সামনের রাস্তায় এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তি মোটরসাইকেল থেকে নামছিলেন। এ সময় দ্রুতগতির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। সিটি করপোরেশনের ওই ময়লার গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পড়ে ছিল বলে জানা গেছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, সিটি করপোরেশনের গাড়ির চাপায় একজন মারা গেছেন। এ নিয়ে তদন্ত চলছে।
ভোরের পাতা/কে