বঙ্গবন্ধু আমাদের আত্মবিশ্বাসী করেছেন: ড. কলিমউল্লাহ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আজ বুধবার (২৪ নভেম্বর) জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১১৮তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম এবং উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ।
আজকের আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মিজানুর রহমান এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের আত্মবিশ্বাসী করেছেন।তিনি আরো বলেন,বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে ও সত্ত্বায় বিরজমান।
প্রধান অতিথির বক্তৃতায় দুলাল বলেন,দক্ষ ও সৎ মানুষগুলোকে সমাজ তথা রাজনীতির সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি করে মূল্যবোধে উজ্জীবিত করতে হবে।
মিজান বলেন, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী যথেষ্ট নয়। সংশোধনীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মর্মে প্রয়োজনীয় সংযোজনের দাবি জানান তিনি।
আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন,ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর,রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী, পিএইচডি গবেষক ফাতেমা লিমা,পঞ্চগড় থেকে মোঃ খাদেমুল ইসলাম, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ,চাঁদপুর থেকে প্রকৌশলী মিয়াজী,কুমিল্লার চান্দিনা থেকে জনতা ব্যাংকের কর্মকর্তা খোরশেদ আলম এবং রংপুর থেকে জয়পাল।
আজকের আলোচনা সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।