প্রকাশ: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ২:৩২ এএম | অনলাইন সংস্করণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা মঙ্গলবার দিনে অবনতি হলেও রাতে কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
তবে রাতেই তার অবস্থার অবনতি হয়েছে এমন খবর গুজব আকারে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলটির পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তাদেরকে রাতে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও মনোবল শক্ত আছে। ম্যাডাম গুরুতর অসুস্থ হলেও উনার মনোবল শক্ত আছে। তার মনোবলের কারণেই চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তবে তার উন্নত চিকিৎসা কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে সম্ভব।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘দেশে চিকিৎসকরা খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এখানে তার চিকিৎসা সম্ভব নয়। কালবিলম্ব না করে অবিলম্বে বিদেশে পাঠানো দরকার। উনার মেডিকেল বোর্ড স্পষ্ট করে বলেছে যে, ম্যাডামকে অ্যাডভান্স চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতে পাঠাতে হবে। অতিদ্রুত তাকে বিদেশে পাঠানো জরুরি।’
তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছে থেকে সবশেষ তথ্য জেনেছি, ম্যাডামের ফারদার ইম্প্রুভ হয়নি। ভালো কিছুই হয়নি তার। যে জায়গায় ছিলেন, তার অবস্থা এখনো আগের মতোই রয়েছে।’