অবৈধভাবে দেওয়া বিদ্যুতের ফাঁদে পড়ে হেলাল উদ্দিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়ার নূর মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে সোনাইমুড়ীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, পোকরা গ্রামের মানিক মিয়ার নতুন বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে সরাসরি অবৈধভাবে তার দিয়ে লাইন নিয়ে মানিক মিয়া (৩৫) ও লালমিয়া (৫৫) তাদের ধানের চারা ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে।
হেলাল উদ্দিন সোমবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলে রাতে আর ঘরে ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সোনাইমুড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম আলতাফ বহর চৌধুরী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে এভাবে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ফাঁদ তৈরি করার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।