প্রকাশ: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
'ভোটের দিনে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাবেন, কেন্দ্রে অবস্থান করবেন না। কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না।'
মঙ্গলবার (২৩ নভেম্বর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম এ কথা বলেন। আগামী ২৮ নভেম্বর ওই ৫ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোরের ডিসি শামীম আহমেদ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, নাটোরের এসপি লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মো. আছলাম, বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াংকা দেবী পাল।
প্রসঙ্গত, বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৯ জন এবং মেম্বার পদে ১৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৪৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
ভোরের পাতা/অ