সালফান এফ রহমান বলেন, আশা করছি আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারবো।
তিনি বলেন, চায়নার একটি কোম্পানির সঙ্গে ইনসেপ্টার আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।
সালফান এফ রহমান আরো বলেন, আগামী মাসে ভারত থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সব টিকা চলে আসবে।
এসময় মিট দ্য রিপোর্টার্সে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের পাতা/অ