প্রকাশ: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং ২২ শরণার্থী ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করেছে এপিবিএন পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উনচিপ্রাং ২২ ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
আটক ডাকাত সেই একই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা আড়াই ঘণ্টা উনচিপ্রাং ২২ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো টিমসহ ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সব আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়।
বিভিন্ন ব্লকে পাহাড়ের ওপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশি করা হয়। এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করা হয়।
এসময় দেশীয় তৈরি লোহার ৫টি রড, বিভিন্ন সাইজের ৮টি রামদা ও ৪টি কাঠের চোকা লাঠি উদ্ধার করা হয়।
উদ্ধার দেশীয় অস্ত্র ও আটক রোহিঙ্গা ডাকাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ভোরের পাতা/অ