প্রায় দুই বছর বিরতির পর ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামী বছরের প্রথম মাসেই মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।
বিপিএলের অষ্টম এই আসরের জন্য এরই মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে অন্য ছয় দল খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স- নতুন করে চুক্তি নবায়ন করেনি।
তাই সোমবার (২২ নভেম্বর) বাকি ছয়টি দলের জন্য ফ্রাঞ্চাইজির খোঁজে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। যেখানে তারা নতুন ছয়টি ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে।
এক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। তামাক, মদ, জুয়া, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান দরপত্র কিনতে পারবে না। এছাড়া বিসিবি ও আইসিসি থেকে নিষিদ্ধ এমন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিপিএলের কোনো দলের মালিকানা কিনতে পারবে না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিপিএলের অষ্টম আসরের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের সম্ভাব্য সময় হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি তারিখ ঠিক করে রেখেছে বিসিবি।