প্রকাশ: রোববার, ২১ নভেম্বর, ২০২১, ৭:২৬ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ তে আফিফ হোসেনকে বল ছুঁড়ে মারার দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশি তরুণ আফিফ হোসেন ধ্রুবকে অযথাই আহত করেছিলেন শাহিন। একই সঙ্গে তার আমলনামায় ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। আফ্রিদি বল হাতে নিয়েই স্টাম্প লক্ষ্য করে ছুঁড়ে মারেন।
এসময় ক্রিজে দিব্যি দাঁড়িয়েছিলেন আফিফ। রান নেয়ার কোনো চেষ্টাই করেননি তিনি। তা সত্ত্বেও আফ্রিদি গায়ের জোরে বল ছোঁড়েন। যা গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান আফিফ।
এসময় আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা তার কাছে গিয়ে চোট গুরুতর কি না খোঁজ নেন। ম্যাচ শেষে ক্ষমাও চান শাহিন। তবে এই পেসারের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী হওয়ায় শাস্তি থেকে রেহাই পেলেন না।
ভোরের পাতা/অ