প্রকাশ: রোববার, ২১ নভেম্বর, ২০২১, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লার খনিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় ৩ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রোববার (২১ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারানাই জেলার শীর্ষ প্রশাসক সুহেল আনোয়ার হাশমি বলেন, রোববার খুব সকালে শারাগ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। সেখানেই প্রদেশটির অধিকাংশ কয়লা খনি অবস্থিত।
হারানাই বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এদিকে সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত দল ও স্থানীয় পুলিশ হামলাকারীদের খোঁজ করছে বলেও জানান তিনি।
এর আগেও ওই এলাকায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। যার দায় স্বীকার করেছিল স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। চলতি বছরের জানুয়ারিতে বোলান জেলার একটি কয়লা খনি থেকে বন্দুকধারীরা একদল শ্রমিককে অপহরণ করে এবং নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে।
এরপরে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।
উল্লেখ্য, গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে প্রায় দুই দশক ধরে তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নতাবাদীরা ওই প্রদেশে গ্যাস ও খনিজ সম্পদ থেকে যে আয় হয় তার একটি বড় অংশ স্থানীয় জনগণের জন্য দাবি করছে।
ভোরের পাতা/অ