প্রকাশ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আসছে।
শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরো উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্স এমপিওভুক্তির বিষয়ে কথা হচ্ছে। তবে নতুন করে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালুর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ভোরের পাতা/অ