এদিকে টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বেশ কিছু রদবদল এনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিল বাংলাদেশ। দলে অভিষেক হয়েছিল সাইফ হাসানের।
তবে ব্যাট হাতে অভিষেকটা রাঙাতে পারেননি সাইফ। বলতে গেলে বাংলাদেশের টপ অর্ডার পুরোটাই ছিল প্রথম ম্যাচে ব্যর্থ।
এ ম্যাচে বাংলাদেশ ভালো করতে চাইলে টপ অর্ডারের ভালো করার বিকল্প নেই। এর পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে আমিনুল ইসলাম বিপ্লবের ওপরও সবার নজর থাকবে।
বাংলাদেশ একাদশ
নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
উল্লেখ্য, সিরিজে প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সমতা আনতে চাইলে এ ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
ভোরের পাতা/অ