প্রকাশ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৯:৫৩ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার সোনাসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দুটি পৃথক ফ্লাইটে অভিযান চালিয়ে তাদের আটকসহ এ সোনা উদ্ধার করেছে কাস্টমসের কর্মকর্তারা।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকৃতরা হলেন- এমএইচ শিবলী ও রাকিবুল হাসান।
গোপন সংবাদে জানা গেছে, শুক্রবার সকালে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে। এর ভিত্তিতে সিলেট থেকে বিমানে ওঠা এমএইচ শিবলী নামের যাত্রীকে অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হওয়ার পর আটক করা হয়।
ওই যাত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলেও তার লাগেজ স্ক্যানিং করে ২ কেজি ৯৭ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রী রাকিবুল হাসানের দেহ তল্লাশি করে ৫২৫ গ্রাম পেস্ট করা সোনা ও ২৩২ গ্রামের দুটি সোনার বার ও ৯৮ গ্রামের বিভিন্ন সোনার অলংকারসহ মোট ৮৫৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ টাকা।