প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
মার্কিন সরকারের প্রতি বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি কিডারলিংয়ের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের আরো ফলপ্রসূ অংশগ্রহণ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উভয় পক্ষ দুই দেশের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এ সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনাকালে বাংলাদেশের কর্মপরিবেশ, শিল্প-কারখানার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের পদক্ষেপে বিষয়টি তোলেন কেলি কিডারলিং। এ বিষয়ে বাংলাদেশ সরকার সজাগ রয়েছে বলে জানান সালমান এফ রহমান। একই সঙ্গে এক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলেও জানান তিনি।