প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১১:৪০ এএম আপডেট: ১৮.১১.২০২১ ১২:৩০ পিএম | অনলাইন সংস্করণ
পাবনার বেড়া পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে এখনো স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নিজ এলাকায় অবস্থান করছেন। পাবনা জেলা নির্বাচন কমিশন অফিস থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে শামসুল হক টুকুকে অনুরোধ করার পরও সেটি তিনি আমলে নিচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা ১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু এখনো নির্বাচনী এলাকায় অবস্থান করছেন এবং প্রচারণায় অংশ নিচ্ছেন।
১৪ নভেম্বর জেলা নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ২২ (১) ও (২) অনুযায়ী সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। এ অবস্থায় চিঠি ইস্যুর চারদিন পার হয়ে গেলেও স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নিজ এলাকায় রয়েছেন।
এ বিষয়ে জানতে কয়েকবার শামসুল হক টুকুকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।