বিশ্বে বাংলাদেশকে মহিমান্বিত করেছেন শেখ হাসিনা: ড. ওয়ালি-উর রহমান
প্রকাশ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১০:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে খেয়াল করে দেখবেন যে, তাদের দেশের প্রধানমন্ত্রী দেশের বাহিরে সফরে গেলে এবং সফর থেকে দেশে ফিরে প্রেস ব্রিফিং করেন না। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখবেন যে উনি বিভিন্ন সময় দেশের বাইরে গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণ করলে দেখবেন যে উনি দেশের ফিরে সাংবাদিকদের সাথে বসে প্রেস ব্রিফিং করে। এই জন্যই বলা যায় তিনি অন্যদের থেকে ভিন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে বাংলাদেশকে যেখানে এনে দাঁড় করিয়েছেন, তা এক অসম্ভব সাফল্য, যা অনেক শাসকের কাছেই অকল্পনীয় ও ঈর্ষণীয়। বহির্বিশ্বে বাংলাদেশ এখন চমক। শুধু বাংলাদেশই নয়, বিশ্বকে এগিয়ে নেওয়ার আন্তর্জাতিক মঞ্চে তার পরামর্শও এখন গ্রহণযোগ্য এবং প্রশংসনীয়।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫২৬তম পর্বে বুধবার (১৭ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পররাষ্ট্র সচিব, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ওয়ালি-উর রহমান, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাবুদ, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. ওয়ালি-উর রহমান বলেন, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে খেয়াল করে দেখবেন যে, তাদের দেশের প্রধানমন্ত্রী দেশের বাহিরে সফরে গেলে এবং সফর থেকে দেশে ফিরে প্রেস ব্রিফিং করেন না। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখবেন যে উনি বিভিন্ন সময় দেশের বাইরে গুরুত্বপূর্ণ কনফারেন্সে অংশগ্রহণ করলে দেখবেন যে উনি দেশের ফিরে সাংবাদিকদের সাথে বসে প্রেস ব্রিফিং করে। এইজন্যই বলা যায় তিনি অন্যদের থেকে ভিন্ন। সম্প্রতি গ্লাসগো সম্মেলনসহ আরও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সেখানে উপস্থিত বিশ্ব নেতারা আমাদের শেখ হাসিনাকে নিয়ে বলেছেন যে এরকম যদি একজন নেতৃত্ব পেতাম তাহলে আমরা আগেই হয়তো এই সাম্প্রতিক সংকটগুলো কাটিয়ে উঠতে পারবো। এইযে বিশ্বে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেভাবে বিশেষায়িত করা হচ্ছে তা আমাদের জন্য সত্যিই অনেক গর্বদায়ক বিষয়। আজকের এই শেখ হাসিনা কিন্তু এমন একটা পরিস্থিতে ছিলেন অর্থাৎ তার পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে সেই রকম নির্যাতন বাংলাদেশের আর কোন পরিবারকে পোহাতে হয়নি। গত এক দশকের বেশি সময়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন তিনি। তাঁর নেতৃত্বে এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উঠেছে বাংলাদেশ। অকুতোভয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।