প্রকাশ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৯:০৪ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি) নুরুল হক এবং তাঁর সহযোগীরা।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে ফুল দিতে এসে এ হামলার শিকার হয়েছেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীরা এ হামলার করেছে বলে দাবি করেছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা সন্তোষে পৌঁছান। এসময় সেখানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন। মিছিলসহ নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে তারা হামলার শিকার হন।
এসময় মাথায় ইটের ঢিল লেগে রেজা কিবরিয়া আহত হন। পরে পুলিশ রেজা কিবরিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যায়। নুরুল হকসহ কয়েকজন নেতা-কর্মীকে একটি পুলিশ ভ্যানে তুলে ভ্যানটির চারপাশ ঘিরে রাখে পুলিশ। ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। চারপাশ তাঁরা ইটপাটকেল ছুড়তে থাকেন।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ভ্যানে করে নুরুল হকসহ ২৫ জন নেতা-কর্মী কাগমারী পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। আহত রেজা কিবরিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে টাঙ্গাইল সদর থানায় যান।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল জানান, শ্রদ্ধা জানাতে এসে তাঁরা ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা করেন। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের হামলা প্রতিহত করেন। আলোচনায় আসার জন্য নুরুল হক পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরওয়ার হোসেন জানান, গণ অধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছানোর পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ভোরের পাতা/অ