রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শীতকে সামনে রেখে শ্রীনগরে গরম কাপড় কেনার হিড়িক
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৭:০২ পিএম | অনলাইন সংস্করণ

পৌষের শীত আসতে এখনও অনেক সময় বাকী। এরই মধ্যে শীতের আগমনী বার্তায় মুন্সীগঞ্জের শ্রীনগরে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। 

এই অঞ্চলে গত কয়েকদিনের থেকে থেমে বৃষ্টি আসার পাশাপাশি দেখা মিলেনি সূর্যের আলোও। এতে করে মৃদু শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার সাথে শুরু হয়েছে কনকনে শীত। যদিও মঙ্গলবার মেঘাচ্ছন্ন ভাব কাটিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। শীতের হাত থেকে আগাম রক্ষা পেতে মানুষ গরম উষ্ণতার ছোঁয়া পেতে গরম জামা কাপড় কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।

দেখা গেছে, উপজেলার বিভিন্ন মার্কেটের বস্ত্র বিতানে শীতের কম্বল, জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান, চাদর, টুপি, মোজা, কানটুপিসহ শরীর গরম রাখার বিভিন্ন ধরনের পোষাক কিনছেন ক্রেতারা। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজার কিংবা রাস্তার পাশে ফুটপাতের দোকাগুলোতে স্বল্পমূল্যে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। 

এসব দোকানে নারীরা শিশুদের জ্যাকেট, হাত মোজা-পা মোজা, কানটুপি ও মাথার টুপি কিনতে ভিড় জমাচ্ছেন। ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় ও ছোটদের বিভিন্ন আকার ও সাইজের রকমারি সব শীতের পোষাক। 

রোকেয়া বেগম, মো. শাহআলম, আলম হোসেন, আবিদা আক্তারসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, বাড়ির শিশু ও বয়স্কদের শীতের হাত থেকে বাঁচাতে ও তাদের শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য গরম কাপড় নিচ্ছি। 

শ্রীনগর বাজার, চকবাজার ও পোষ্ট অফিস সংলগ্ন ফুটপাতে পোষাক বিক্রেতা ইকবাল হোসেন, আক্তার হোসেন, মিঠুন হোসেন, মো. সেলিম, শহিদুল ইসলামসহ অনেকেই জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে হঠাৎ শীতের পরিমাণ বেড়েছে। এতে করে মানুষ শীতের জন্য গরম জামা কাপড় কিনতে ভিড় করছেন। সকল শ্রেণি পেশার মানুষের চাহিদা অনুসারে ভালো মানের শীতের কাপড় কালেকশন করেছি।

আগাম শীতকে সামনে রেখে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। সীমিত লাভে শীতের এসব পোষাক কিনতে পারায় এখানে প্রতিদিন হাজারো নারী পুরুষের সমাগম হচ্ছে এখানে। কম দামে পছন্দের শীতের পোষাক কিনতে পেরে ক্রেতারা খুশী। হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় দোকানীরাও বেজায় উল্লাসীত।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  শীত   গরম বস্ত্র   শ্রীনগর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]