প্রকাশ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ
'করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে এই সিলেবাস তৈরি করে কার্যকর করা হবে।'
বুধবার (১৭ নভেম্বর) নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে এসে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের একথা জানান।
এসময় এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, উন্নয়নের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের এই শিক্ষাপ্রতিষ্ঠান নেত্রকোণাবাসীর জন্য গর্বের। এটাতে নিয়োগ প্রক্রিয়াসহ সবকিছুতে স্বচ্ছতা রাখা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
পরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পের অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেন।
এসময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিকুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
ভোরের পাতা/অ