বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর মির্জা আব্বাস প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে যান। পরে চিকিৎসকরা তাকে সিসিইউ-তে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
তিনি আরও জানান, বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বরিশাল বিভাগের পটুয়াখালী ও পিরোজপুর জেলা মহিলা দলের কর্মীসভায় যোগ দিতে ঢাকা থেকে বিমানে যাত্রা করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা নিয়মিত মির্জা আব্বাসের খোঁজ রাখছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাস দোয়া চেয়েছেন।