প্রকাশ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮:২০ পিএম আপডেট: ১৬.১১.২০২১ ৮:৩১ পিএম | অনলাইন সংস্করণ
ফাইজারের তৈরি করোনাভাইরাসের পরীক্ষামূলক পিল ‘প্যাক্সলোভিড’ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের ৯৫টি দেশে তৈরি হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সমর্থিত গ্রপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। ফলে নির্ধারিত দেশগুলোর ওষুধ নির্মাতারা ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের লাইসেন্স পাচ্ছে।
অন্তর্বর্তীকালীন পরিসংখ্যানে দেখা গেছে, ফাইজারের উৎপাদিত পিলটি করোনায় গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ হ্রাস করে।
বিশ্বের সবচেয়ে কার্যকর করোনা টিকা ফাইজার এন বায়োএনটেকের অন্যতম প্রস্তুতাকারী প্রতিষ্ঠান ফাইজার চলতি নভেম্বরের শুরুর দিকে করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দেয়।
সংস্থার নির্বাহি পরিচালক চার্লস গোর বলেছেন, এই লাইসেন্সটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে অনুমোদন পেলে মুখে খাওয়ার এই ওষুধটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষভাবে উপযুক্ত এবং জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ভোরের পাতা/কে