প্রকাশ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১২:৫২ পিএম | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপ বাছাইয়ের শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগেই বড় এক ধাক্কা খেলো সেলেসাওরা। কারণ ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।
বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।
বুধবারের ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিল মেসি নেইমারের প্রতিদ্বন্দ্বিতা। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন থেকে হালকা ইনজুরি নিয়েই নিজের দেশের জন্য খেলবেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশেই থাকছেন লিওনেল মেসি।
তবে নেইমার ইনজুরিতে ছিটকে যাওয়ায় মেসি-নেইমার দ্বৈরথ দেখার সুযোগ হারাচ্ছেন ফুটবল ভক্তরা। অনুশীলনে পেশীর ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার ক্লাসিকো ম্যাচটিতে নেইমারের আর খেলা হচ্ছে না।
এই ম্যাচে নেইমারের না থাকায় দলে আসতে পারেন বার্সেলোনা তারকা ফিলিপ কুটিনহো কিংবা রিয়াল মাদ্রিদে উড়তে থাকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে যেই আসুক, তাকে দিয়েই নেইমারের অভাব পূরণ করতে চাইবেন ব্রাজিলের কোচ তিতে।
উল্লেখ্য, ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। আর ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।
ভোরের পাতা/অ