প্রকাশ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। ৬০ নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
শুরুতে সাক্ষ্য দিচ্ছেন ওই সময়ে র্যাবে কর্মরত এবং বর্তমানে চাঁদপুর জেলায় পুলিশের এস আই মো: কামাল হোসেন। তিনি ছাড়া আরো ৬ জন সাক্ষী জবানবন্দী প্রদানের জন্যে অপেক্ষমান রয়েছেন।
এ মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শেষ হয়।
আজ মামলায় আরো সাক্ষ্য দেবেন- কনস্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পরিদর্শক মানস বড়ুয়া, পরিদর্শক এ বি এম শামসুদ্দোহা, সহকারী পুলিশ সুপার জামিলুল হক।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ভোরের পাতা/অ