জাককানইবি উপাচার্যের দায়িত্বে ট্রেজার মো. জালাল উদ্দিন
প্রকাশ: রোববার, ১৪ নভেম্বর, ২০২১, ৮:১৮ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর (অব:) মো. জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়।
আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ -এর ১০(৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক (অব:) মো. জালাল উদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, গত শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ পূর্ণ হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ বছরের নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।
ভোরের পাতা/অ