প্রকাশ: রোববার, ১৪ নভেম্বর, ২০২১, ৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে অপহরণের সোয়া ৪ ঘণ্টা পর কাইসেল নামে এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
উদ্ধারকৃত শিশু একই ক্যাম্পের বাসিন্দা মো. কামালের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার দুপুরে লেদা ২৪ ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা শিশু কাইসেলকে ৩-৪ জন সন্ত্রাসী প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা এপিবিএনকে অবহিত করে।
ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারকৃত রোহিঙ্গা শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের পাতা/অ