করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৩১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৩৪ জন।
রোববার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৩১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরের এবং বাকি ৮৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৩৪ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০৭ জন ও বেসরকারি হাসপাতালে ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, এ বছর ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
ভোরের পাতা/অ