প্রকাশ: রোববার, ১৪ নভেম্বর, ২০২১, ৫:২৪ পিএম | অনলাইন সংস্করণ
সারা পৃথিবীতেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক, প্রধানমন্ত্রী দেশে এসেছেন। তিনি পুনর্বিবেচনা করবেন।
মন্ত্রী আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা সবসময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
এসময় তিনি বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় আনসার সদস্যদের আত্মত্যাগ, দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভোরের পাতা/অ