প্রকাশ: রোববার, ১৪ নভেম্বর, ২০২১, ২:০৪ পিএম আপডেট: ১৪.১১.২০২১ ২:৩২ পিএম | অনলাইন সংস্করণ
আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী '৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন গলফ টূর্নামেন্ট-২০২১' সম্পন্ন হয়েছে।
আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে শনিবার এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১৪ জানুয়ারি) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব, মানোয়ার হোসেন, চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর, চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কর্নেল এস এম শওকত আলী, অবঃ, প্রধান নির্বাহী অফিসার, লেঃ কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গলফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ও রয়েছে।
টুর্নামেন্টে মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী অভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ মো. নজরুল ইসলাম, সিনিয়র উইনারঃ মো. গিয়াস উদ্দিন, লেডি উইনারঃ মিসেস ফাতেমা মতিউর এবং জুনিয়র উইনারঃ মাস্টার শেখ সামির হোসেন পুরস্কার প্রাপ্ত হন।
ভোরের পাতা/কে