প্রকাশ: রোববার, ১৪ নভেম্বর, ২০২১, ১:৪২ এএম | অনলাইন সংস্করণ
লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে বিভিন্ন সময়ে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এফবিসিসিআই পরিচালক ড.কাজী এরতেজা হাসান।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, জাতির পিতার ভাস্কর্য লন্ডনে হয়েছে অনেক আগে কিন্তু আমার আসা হয় নাই। আজ এই ভাস্কর্য দেখে আমি মুগ্ধ, অবিভূত। ধন্যবাদ আফছার খান সাদেককে। তিনি এই মহান কাজ করে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাহাই প্রমান করে তার মধ্যে দেশপ্রেম কতটুক আছে। একজন বিশুদ্ধ মুজিব প্রেমিক এই ভাস্কর্য করার পিছনে তাঁকে অনেক কাঠ খড় পুড়াতে হয়েঁছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পনকালে ড. কাজী এরতেজা হাসান আবেগ আপ্লুত হয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের প্রথম কোনো জাতীয় দৈনিক ভোরের পাতা অফিসে বঙ্গবন্ধু কর্ণার করেছি। আজ বহিঃবিশ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নিজেকে ধণ্য মনে করছি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে বহিঃবিশ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনকারী আফসার সাদেক ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।