প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৭:৪০ পিএম আপডেট: ১৩.১১.২০২১ ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার তালতলী মাছের বাজারে ৬০০ কেজির (১৫ মন) বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার(১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে মাছটি বিক্রি করার জন্য মাইকিং করা হয়। পরে কেটে ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন ব্যবসায়ী খলিলুর রহমান।
জানা যায় শনিবার ১১ নভেম্বর সকালে কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ত থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রির জন্য তালতলীতে নিয়ে আসেন খলিলুর নামের এক মৎস্য আড়তদার। খুচরা মাছ বিক্রির জন্য বাজারে মাইকং করা হয়। এরপর মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়।শাপলাপাতা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় শামীম,জলিল ও জসিম উদ্দিন বলেন,বিকালের দিকে মাইকিংয়ে শুনি মাছ বাজারে বড় একটি শাপলাপাতা মাছ বিক্রি হবে। মাছটি দেখতে আসি এসময় দামও হাতের নাগালে তাই তিন কেজি মাছ কিনে নিলাম।
মাছ ব্যবসায়ী খলিলুর বলেন, আমাদের তালতলীতে শাপলাপাতা মাছের চাহিদা রয়েছে। তাই অন্য উপজেলা থেকে এই ৬০০ কেজির মাছটি ১ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করে নিয়ে আসছি। পরে মাইকিং করেছি বাজারে। পরে ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে কেটে বিক্রি করেছি। এতে মাছটি বিক্রি হবে ৩ লাখ টাকা। তিনি আরও বলেন মাছটি নিয়ে আসতে পরিবহনে অনেক টাকা খরচ হয়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এটিকে আঞ্চলিকভাবে শাপলাপাতা মাছ বলা হয়। কিন্তু এটা স্ট্রিং রে প্রজাতির মাছ। অগভীর সমুদ্রে বেশি পাওয়া যায়। সুস্বাদু এ মাছটি বর্তমানে দুর্লভ হয়ে উঠছে।