শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
১০ মার্ডার হলেও মাঠ থেকে সরব না: সিরাজুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:২৮ পিএম | অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াস সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে ১০টি মার্ডারও হয় আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। ইউপি নির্বাচনে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর দেওয়া নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। নৌকার বাইরে কোনো আপস চলবে না। তাই যে কোনোভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে; যত কিছুই হোক না কেন। প্রশাসনের লোক বলেন আর দলীয় বলেন, সবকিছুই কিন্তু আল্লাহর রহমতে আমার পক্ষে মেনটেইন করা সম্ভব।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শিবপুরের ইটাখোলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন শিবপুরে কী উন্নয়ন হয়েছে, আর বর্তমানে কী উন্নয়ন হচ্ছে- আপনারা তা দেখছেন। ইটাখোলা-সিঅ্যান্ডবি, শিবপুর-দুলালপুর, কামরাব রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবন এবং উপজেলা প্রশাসন ভবন, নদী খনন, ঘরে ঘরে বিদ্যুৎ আমার মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের ১৪টি আদর্শ উপজেলার মধ্যে শিবপুর উপজেলার নাম আমি অন্তর্ভুক্ত করেছিলাম।

এসময় শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর যুবলীগের সভাপতি তাজুল ইসলাম মোল্লা। 

এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন- শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াস সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ ঘোষামী, ফকরুল ইসলাম মিতু, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনসহ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতকর্মীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক মোহনের সঙ্গে সিংহ প্রতীক নিয়ে দলের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন কুন্দারপাড়া এলাকার একটি কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া হত্যার শিকার হন। এই হত্যার ঘটনায় ২ জানুয়ারি এজেন্ট মিলনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুলসহ আটজনের নাম উল্লেখ করে ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর আলম মোল্লা তাজুল। তদন্তের পর মামলার অভিযোগপত্রে সিরাজুল ইসলাম মোল্লাসহ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   উন্নয়ন   ঢাকা বিভাগ   নির্বাচন   এমপি   ইউপি নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]