শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
৫ বছর পর মাত্র এক ইউরোতে বার্সায় ফিরছেন দানি আলভেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:১২ পিএম আপডেট: ১৩.১১.২০২১ ৩:৪৫ পিএম | অনলাইন সংস্করণ

২০১৬ সালে বার্সার সঙ্গে ৮ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেই- পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন দানি আলভেজ। ৫ বছর ফ্রান্সে কাটানোর পর ঘরের ছেলে আবার ফিরছেন ঘরে। বার্সেলোনার কোচ হয়ে ফিরে আলভেজকে সেই সুযোগ করে দিয়েছেন তাঁরই একসময়ের সতীর্থ জাভি হার্নান্দেজ।

জানা গেছে, মাত্র এক ইউরোতে প্রিয় ক্লাবে ফিরে এসেছেন আলভেজ। ২০১৬ সালে ক্লাব ছাড়ার আগে বার্সার হয়ে সবমিলিয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার লা লিগা ও দুইবার কোপা দেলরেসহ মোট ২৩টি শিরোপা জিতেছেন তিনি।

বার্সেলোনার পর নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ করে ইতালিতে পাড়ি জমান আলভেজ। তারপর জুভেন্টাসের হয়ে এক মৌসুম খেলে পিএসজি ঘুরে বছর দুয়েক আগে স্বদেশে ফিরে সাও পাওলোর হয়ে মাতিয়েছেন মাঠ।

সংবাদ মাধ্যম দিয়ারিও স্পোর্টস জানায়, ন্যু ক্যাম্পে ফিরতে চান দানি আলভেজ। কিন্তু প্রথমে নতুন কোচ জাভি হার্নান্দেজ তরুণদের নিয়ে বার্সাকে গড়ে তোলার পরিকল্পনায় আলভেজের প্রত্যাবর্তনে সংশয় দেখা দিয়েছিলো। এখন আর সেই শঙ্কা নেই।

এদিকে স্প্যানিশ আউটলেট স্পোর্ট বার্সেলোনা জানায়, দানি আলভেজকে দলে ভেড়াতে এখন সবুজ সংকেত দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। লা লিগায় এখনো ধুঁকতে থাকা বার্সাকে পুর্নগঠন করতে চান তিনি। তবে আর্থিক দৈনদশায় ক্লাবের সীমিত তহবিল ঠিক রাখতে ছোট ছোট ট্রান্সফার করতে চান স্প্যানিশ কিংবদন্তি।

বার্সেলোনার আর্থিক সংকটের অবস্থায় ফ্রি ট্রান্সফারেই সাও পাওলো ছেড়ে ন্যু ক্যাম্পে ফিরতে পারেন ৩৯ বছর বয়সী দানি আলভেজ। এমনকি ক্লাবের আর্থিক অবস্থার কথা ভেবে সপ্তাহে মাত্র ১ ইউরোতেই খেলতে রাজি আছেন তিনি।

এরই মধ্যে খেলোয়াড়দের দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো দানি আলভেজের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন। 

টুইট বার্তায় স্কাই স্পোর্টসের জনপ্রিয় এই সাংবাদিক লিখেছেন, দানি আলভেজ বার্সেলোনার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করেছেন। দুই পক্ষই লা লিগা অনুমোদনের জন্য অপেক্ষা করছে এবং তারপর চুক্তিটি ঘোষণা করবে।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা   দানি আলভেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]