প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১১:০৭ এএম আপডেট: ১৩.১১.২০২১ ১১:৪২ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সাথে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌছেছে পাকিস্তান ক্রিকেট দল।
শুক্রবার (১২ নভেম্বর) রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে শনিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছায় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বাবর আজম বাহিনী।
সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতত, তাহলে আগামী ১৪ নভেম্বর খেলতে হতো ফাইনাল। সেক্ষেত্রে তাদের আসতে আরো চার দিন দেরি হত। তবে ১১ নভেম্বর অজিদের কাছে হারায় তেমনটা হয়নি।
এ সিরিজে কোনো প্রকারের কোয়ারেন্টাইন জটিলতায় পড়তে হচ্ছে না পাকিস্তান দলের। রোববার থেকেই অনুশীলনে নেমে পড়বে পাকিস্তান দল। তবে এক্ষেত্রে শর্ত অবশ্য আছে একটা।
অনুশীলনে নামার আগে শনিবার পুরো দলকে যেতে হবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে। সেখানে নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনে নামার ছাড়পত্র।
এবারের বাংলাদেশ সফরে পাকিস্তানের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। এরপরদিনই দ্বিতীয় ম্যাচ। শেষ টি-টোয়েন্টিটা হবে ২২ নভেম্বর। এরপরই শুরু লাল বলের লড়াই।
দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এ সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মমিনুল হকদের।
ভোরের পাতা/অ