সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ২য় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস থেকে ফলাফল ঘোষনা করা হয়।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, সাতক্ষীরা সদরের ১৩টি ইউপির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থী, ১টি ইউপিতে জামায়াত-সমর্থিত প্রার্থী, ২টিতে বিএনপি, ২টিতে স্বতন্ত্র ও অন্য ৫টি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা বাঁশদহ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মফিজুর রহমান, ঝাউডাঙ্গায় ইউনিয়নে আজমল হোসেন ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে মো. আলাউদ্দিন জয়ী হয়েছেন। কুশখালী ইউনিয়নে জেলা জামায়াতের সদস্য আবদুল গফফার বিজয়ী হয়েছেন। লাবসা ইউনিয়নে জেলা বিএনপির সদস্যসচিব আবদুল আলিম ও বল্লী ইউনিয়নে জেলা বিএনপির সদস্য মহিতুল ইসলাম বিজয়ী হয়েছেন।
বৈকারী ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা তরুণ লীগের সাধারণ মোস্তফা কামাল, ঘোনা ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদের, শিবপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ধুলিহর ইউনিয়নে কৃষক লীগের নেতা মিজানুর রহমান চৌধুরী ও ফিংড়ি ইউনিয়নে লুৎফর রহমান বিজয়ী হয়েছেন।