#আজ বিশ্ববাসী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছে: ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। #অসাধারণ ক্ষমতাধর নারী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আয়শা জাহান নূপুর।
প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ১১:১১ পিএম | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত ও অনন্য বলে অভিমত ব্যক্ত করেছেন উন্নত বিশ্বের বড় বড় নেতারা। শেখ হাসিনা সরকার টানা তৃতীয় মেয়াদসহ চতুর্থবারের মতো দেশ পরিচালনা করছে। এর সুফল পাচ্ছেন দেশবাসী। অমিত সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলেছে এক অপ্রতিরোধ্য গতিতে। তিনি যেকোনো দুর্যোগে শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের বাইরেও পৃথিবীর অন্যান্য দেশের পাশে দাঁড়িয়েছেন। তিনি বন্ধুপ্রতিম মানসিকতার প্রধানমন্ত্রী, তিনি শুধু একজন রাষ্ট্র নায়কই নন, তিনি একজন অসাধারণ ক্ষমতাধর নারী।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫২১তম পর্বে শুক্রবার (১২ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, কবি ও শিক্ষক আয়শা জাহান নূপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন বলেন, আজকে খুবই চমৎকার একটা বিষয় নির্ধারণ করা হয়েছে ভোরের পাতা সংলাপের জন্য। এটা একেবারেই যুগোপযোগী ও বাস্তবধর্মী। সারা বিশ্ববাসী আজকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছে। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত ও অনন্য বলে অভিমত ব্যক্ত করেছেন উন্নত বিশ্বের বড় বড় নেতারা। করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট নজিরবিহীন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, স্বাধীনতার আগে ও পরে বঙ্গবন্ধুর কূটনৈতিক ধীশক্তি ও দূরদর্শিতার যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্ব রাজনীতির অন্যতম সফল ও আলোচিত নেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও সাফল্যের সাথে তা বাস্তবায়ন করে চলেছেন। তার অধ্যবসায়ী মনোভাব এবং পরিশ্রমী উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আজ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হচ্ছে। বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন দেখে বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহের কর্ণধাররাও বিস্মিত। দেশ আজ আধুনিক অবকাঠামোগত প্রক্রিয়া সমৃদ্ধ। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশকে অন্য এক উচ্চতায় স্থান করে দিয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশের উন্নয়নের এক ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত যা বিশ্বনেতাদের নিকটও আলোচিত। বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত দেশের রুটে তুলে আনার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে চলেছেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবতার বিশ্বজননী হিসেবে ইতোমধ্যেই তার ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, আত্মপ্রত্যয় ও দূরদর্শিতার কারণে তিনি এখন বিশ্বনেত্রী। নিউইয়র্ক টাইমস সাময়িকীর জরিপে বিশ্বের সেরা প্রভাবশালী ও ক্ষমতাধর নারী নেতৃত্বের মধ্যে তিনি ৭ম স্থানে ছিলেন। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনে প্রকাশিত তালিকা মতে, বিশ্বসেরা ৫০ নেতার মধ্যে শেখ হাসিনা দশম স্থানে। শেখ হাসিনা সরকার টানা তৃতীয় মেয়াদসহ চতুর্থবারের মতো দেশ পরিচালনা করছে। এর সুফল পাচ্ছেন দেশবাসী। অমিত সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলেছে এক অপ্রতিরোধ্য গতিতে।
আয়শা জাহান নূপুর বলেন, সাম্প্রতিক সময়ে আমরা সবাই দেখছি কিভাবে সারা বিশ্বব্যাপী আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আলোড়িত হচ্ছে। কিন্তু বর্তমানে এই বিষয়টা সর্বাধিক আলোড়িত হলেও এর চাষাবাদ কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন সেদিন থেকেই তিনি সমগ্র বাংলাদেশকে ঢেলে সাজিয়েছেন। তিনি প্রথমে বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেছেন যে ক্ষেত্রগুলো খুব দ্রুত উন্নয়নের আওতায় আনা উচিৎ সেই ক্ষেত্রগুলোকে তিনি সবার আগে তার নজরে এসেছে এবং এই ক্ষেত্রগুলোই কিন্তু তিনি সর্বপ্রথম ঢেলে সাজিয়েছেন এবং অতি সুচারুভাবেই কিন্তু তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন এবং তার সাথে যারা রয়েছেন অর্থাৎ সরকারের বিভিন্ন সেক্টরে যে জনবলগুলো নিয়োজিত রয়েছেন তারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আজ জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে তার যে ব্যাপকতা সব জায়গায় ছড়াচ্ছে যা পূর্বেও ছড়িয়েছে সেটা কিন্তু আমরা আগেও লক্ষ্য করেছি যে তিনি যেকোনো দুর্যোগে শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের বাইরেও পৃথিবীর অন্যান্য দেশের পাশে দাঁড়িয়েছেন। তিনি বন্ধুপ্রতিম মানসিকতার প্রধানমন্ত্রী, তিনি শুধু একজন রাষ্ট্র নায়কই নন, তিনি একজন অসাধারণ ক্ষমতাধর নারী। চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের ফলে বিশেষ করে টানা তৃতীয়বার দেশ পরিচালনার জন্য অর্থনৈতিকভাবে বাংলাদেশের অগ্রগতির ইতিহাস এখন সমৃদ্ধ। দেশের প্রতিটি সূচকে এগিয়ে আছি আমরা। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এ রাষ্ট্রের সরকারপ্রধানদের মধ্যে ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আর কেউ ডিজিটাল রূপান্তর বা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে তত্ত্বীয় বা প্রায়োগিক কোনো কাজ করেননি। সব দেশেই মহান নেতারা দেশের অগ্রগতিকে সামনে নিয়ে যান। শেখ হাসিনাও তেমনিই আমাদের সেই রাষ্ট্রনায়ক। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের বুকে একজন মহিয়সী। দেশের প্রতিটি খাতে পুরুষদের পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সমতা বিধানে অন্যবদ্য ভূমিকা ও পরিকল্পনা হাতে নেন শেখ হাসিনা। ফলে, বাংলাদেশ আজ অনেকটা বাল্য বিয়ের হাত থেকে মুক্তির পথে। এ জন্যই বিশ্বের অন্যান্য ক্ষমতাধররা তাকে ভিন্ন চোখে দেখেন। যা বিশ্বজুড়ে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।