প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল পাকিস্তান। সুপার টুয়েলভে তাদের পারফরম্যান্সও ঠিক সেই আভাসই দিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার লড়াইয়ে আর অংশ নেওয়া হলো না বাবর আজমদের।
যদিও এই দলের ওপর আস্থা রেখেই অস্ট্রেলিয়ায় পরের বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন শহিদ আফ্রিদি।
পাকিস্তানের হয়ে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আফ্রিদি। সেবার সেমিতে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। তার বিশ্বাস, পরের বিশ্বকাপ পাকিস্তানই জিতবে।
তিনি বলেন, ‘দারুণ লড়াইয়ে ছেলেরা আমাদের গর্বিত করেছো। টুর্নামেন্ট জুড়ে দারুণ প্রচেষ্টার ছাপ রেখেছো। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো খেলেছো। আমার সত্যিই মনে হয়, এই দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আমাদের সবার উচিত এই দলের পাশে থাকা।’
সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের বলেছেন, ‘টুর্নামেন্টজুড়ে চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছে পাকিস্তান। তরুণ এই দলটি আমাদের গর্বিত করেছে এবং বিশ্বজুড়ে অনেক নতুন সমর্থক পেয়েছে।’