প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউপি নির্বাচনে পাঁচ পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানজিন নাহার সোনিয়া।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হন তিনি এবং রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তানজিন নাহার সোনিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
পটুয়াখালী জেলার ১৯টি ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান ছিলেন তানজিন নাহার সোনিয়া। বিজয়ী সোনিয়া পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রাক্তন এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব মিয়ার কনিষ্ঠ মেয়ে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া (নৌকা)। সোনিয়া ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পান ১ হাজার ৯৯৭ ভোট, মোহাম্মদ আবদুস সালাম শরীফ পান ৭৭৫ ভোট, মুহাম্মদ মিজানুর রহমান পান ৩৮১ ভোট ও মো. জয়নাল আবেদীন সিপাই পান ১৩ ভোট।
নবনির্বাচিত চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘এখানে দলের সব স্তরের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা করায় জয়লাভ করতে পেরেছি। এটা আমার বিজয় নয় এটা নৌকার বিজয়, জনগণের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং দলের সব স্তরের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই ।